জগন্নাথ কলেজের বেঞ্চগুলোর অবস্থা ভীষণ খারাপ, একেবারে নড়বড়ে। আমার পেছনের বেঞ্চে বসেছিল তুষার। পাশের ছেলেটার সঙ্গে তার গত দুই পরীক্ষা ধরেই রেষারেষি চলছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর তুষার ইচ্ছা করেই নড়বড়ে বেঞ্চটা আরও বেশি করে নাড়াচ্ছিল। ছেলেটা কয়েকবার বলার পরও না থামাতে সে দাঁড়িয়ে স্যারকে বলল, ‘স্যার, ও আমাকে ডিস্টার্ব করছে।’ স্যার একটা কাঠের চেয়ারে বসে ঢুলছিলেন। তিনি এদিকে তাকিয়ে বললেন, ‘কীভাবে?’ ‘ও বারবার বেঞ্চ নাড়াচ্ছে।’ স্যার তখন তুষারের দিকে তাকিয়ে বললেন, তুমি এদিকে আসো, আমার চেয়ারটা একটু নাড়াইয়া দাও, আরাম করি।
ইফতেখার আহমেদ
সূত্রঃ প্রথম আলো, অক্টোবর ২৭, ২০০৮
Leave a Reply