রাজনীতিবিদ হিসেবে আব্রাহাম লিংকন যেমন সুপরিচিত ছিলেন, তেমনি তাৎক্ষণিক কোনো কথার জবাবও দিতে পারতেন চমৎকারভাবে। একবার এক লোক তাঁকে জিজ্ঞেস করে বসল, ‘মানুষের পা কতটুকু লম্বা হওয়া উচিত বলে আপনি মনে করেন?’ তিনি ঝটপট উত্তর দিলেন, ‘আমার মনে হয়, একজন মানুষের পা ততটুকুই লম্বা হওয়া উচিত, যতটুকু লম্বা হলে তা মাটি ছুঁতে পারে।’
আরেকবার গৃহযুদ্ধের সময় এক ধর্মযাজক কথা প্রসঙ্গে তাঁকে বলেছিলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আসুন, আমরা বিশ্বাস রাখি এবং প্রার্থনা করি যে এই দুঃসময়ে ঈশ্বর আমাদের পক্ষে থাকবেন।’ প্রতি-উত্তরে লিংকন বললেন, ‘ঈশ্বর নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কারণ আমি জানি যে ঈশ্বর সব সময় ন্যায় ও সত্যের পক্ষেই থাকেন। এর চেয়ে বরং আসুন, আমরা প্রার্থনা করি, এই জাতিটা যেন সব সময় ঈশ্বরের পক্ষে থাকতে পারে।’
সূত্রঃ দৈনিক প্রথম আলো, অক্টোবর ২০, ২০০৮
Leave a Reply