রমিজ উদ্দিনের বাসা মিরপুর ১ নম্বরে। তিনি সকালবেলা ঘর থেকে বের হতে গিয়ে দেখেন দরজার সামনে একটি বানরের বাচ্চা। বাচ্চাটাকে তিনি ঘরে এনে রাখলেন। আর পাশের বাসায় থাকেন একজন পুলিশ কর্মকর্তা। রমিজ সাহেব পুলিশ ভদ্রলোকের কাছে বানরের বাচ্চা নিয়ে কী করবেন জানতে চাইলেন।
পুলিশ ভদ্রলোক তাঁকে ধমক দিয়ে বললেন, ‘এক্ষুনি এটিকে চিড়িয়াখানায় নিয়ে যান।’
রমিজ সাহেব এই পুলিশ ভদ্রলোককে কিছুটা ভয় পান। পরদিন পুলিশ ভদ্রলোক দেখলেন রমিজ সাহেব সেজেগুজে বের হচ্ছেন। সঙ্গে সেই বানরের বাচ্চা। তিনি কড়া গলায় বললেন, ‘কী ব্যাপার রমিজ সাহেব, আপনি এখনো এটাকে চিড়িয়াখানায় নিয়ে যাননি?’
রমিজ সাহেব কাঁচুমাচু হয়ে বললেন, ‘জি স্যার, গতকালই নিয়ে গিয়েছিলাম। চিড়িয়াখানা দেখে ও খুবই পছন্দ করেছে। আজ নিয়ে যাচ্ছি শিশুপার্কে। প্লেনে চড়ব।’
মারুফ রেহমান
সূত্রঃ দৈনিক প্রথম আলো, অক্টোবর ২০, ২০০৮
Leave a Reply