এক নতুন সৈনিক ব্যারাকে লাঞ্চ খেতে গিয়ে দেখল খাবারে মাটি আর বালি কিচমিচ করছে। সে ব্যাপারটা ক্যাপ্টেনকে জানাল। ক্যাপ্টেন ছিলেন কড়া ধাঁচের লোক–সৈন্যদের আরাম-আয়েশের ঘোর বিরোধী।
হুঙ্কার ছেড়ে ক্যাপ্টেন বললেন, যুবক, তুমি কি তোমার দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে ভর্তি হয়েছ, না আরাম-আয়েশে গা ভাসিয়ে দেওয়ার জন্য?
তরুন সৈনিক তৎক্ষণাত্ উত্তর দিল, স্যার, আমি দেশের সেবা করার জন্যই সেনাবাহিনীতে ভর্তি হয়েছি, দেশটাকে চিবিয়ে খাবার জন্য নয়।
পূর্ববর্তী:
« দেশ বিক্রি – আনাতোলি ত্রুশকিন
« দেশ বিক্রি – আনাতোলি ত্রুশকিন
পরবর্তী:
দেশপ্রেমী »
দেশপ্রেমী »
Leave a Reply