কর্ডলেস টেলিফোনে ক্রিং ক্রিং। রিসিভার ওঠাল এক শিশু। তারপর ফিসফিস করে বলল, হ্যালো।
–হ্যালো, তোমার বাবা বাড়ি আছে?
–আছে, কিন্তু সে ব্যস্ত।-ফিসফিস করে বলল শিশুটি।
–মা আছে?
–হ্যাঁ, মা আছে। কিন্তু মাও ব্যস্ত।-আবার ফিসফিসে কণ্ঠ।
–তাহলে কার সঙ্গে কথা বলব? বাড়িতে আর কেউ আছে?
–আছে। পুলিশ কাকুরা আছে, দমকল কাকুরা আছে।
–তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব জরুরি কথা আছে।
–তাদেরও ডাকা যাবে না। তারাও খুব ব্যস্ত।
–হায় ঈশ্বর! কী নিয়ে তারা এত ব্যস্ত?
–আমি লুকিয়ে আছি। সবাই আমাকে খুঁজছে।
পূর্ববর্তী:
« খুব ঢিলা দেখছি
« খুব ঢিলা দেখছি
পরবর্তী:
খুশি »
খুশি »
Leave a Reply