ট্রাফিক পুলিশরা ভুলেই গেছেন যে ঈদ গত হয়ে গেছে। তাঁরা নিয়মমাফিক সকালেই তাঁদের নির্ধারিত স্থানে ডিউটি করতে থাকেন। অফিস টাইম হয়ে গেলেও রাস্তায় জ্যাম না লাগার কারণে তাঁদের একজন অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। অবশেষে কিছু উপরি লাভের আশায় তিনি একটি গাড়ি দাঁড় করালে ড্রাইভার নেমে এসে কোলাকুলি শুরু করে। হতবিহ্বল ট্রাফিক এভাবে যে গাড়িই থামান না কেন, সবাই কোলাকুলির জন্য দৌড়ে আসে। ড্রাইভারদের হঠাৎ এহেন বন্ধুত্বপূর্ণ আচরণে অনেকে ট্রাফিক পুলিশই মানসিক ভারসাম্য হারিয়ে মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৬, ২০০৮
Leave a Reply