ঈদের ছুটি শেষ হয়েছে। আবার শুরু হচ্ছে নগরের ব্যস্ততা। তবে এখনো ঢাকা শহর ফাঁকা। কোথাও কোনো জ্যাম নেই। আর এ কারণেই বিপাকে পড়েছে ঢাকার যাত্রীরা।
জানা গেছে, ঈদ ছাড়া অন্য সব দিনে ঢাকার যাত্রীরা বাসা থেকে অফিসের উদ্দেশে দুই ঘণ্টা আগে বের হতো। কারণ, ঢাকার জ্যামে আটকা পড়ে তাদের অফিসে যেতে দেরি হতো। বরাবরের মতো ঈদের পরও তারা দুই ঘণ্টা আগেই অফিসের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে গেলে অফিস শুরুর দেড় ঘণ্টা আগেই সবাই অফিসে পৌঁছে যায়। ফলে অফিসে তারা কী করবে বুঝতে না পেরে হাহুতাশ করে।
প্রকৃতপক্ষে, দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করতে না পেরে টানা কয়েক দিন এভাবে আগে আগে অফিসে পৌঁছে যাত্রীরা বিপাকে পড়ছে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৬, ২০০৮
Leave a Reply