স্কুল পরিদর্শক: সোমনাথের মন্দির কে ভেঙেছে?
ছাত্রঃ আমি ভাঙিনি স্যার!
স্কুল পরিদর্শক (রেগে শিক্ষককে): আপনার ছাত্র এ-সব কী বলছে!
শিক্ষক (নরম গলায়): স্যার, আমি জানি, ও মন্দির ভাঙার মত ছেলে নয়।
পরিদর্শক ক্লাস রুম ছেড়ে হেডমাস্টারের রুমে গেলেন : আপনার ছাত্র-শিক্ষক এসব কী বলছে! সোমনাথের মন্দির নাকি তারা ভাঙে নি।
হেডমাস্টার: জি স্যার, আমি জানি, আমার ছাত্র-শিক্ষকরা এমন কোনো কাজ করেনি।
পরিদর্শক ফিরে গিয়ে ঐ মন্ত্রণালয়ের মন্ত্রীকে বিস্তারিত জানিয়ে ঐ স্কুল বাতিল করার জন্য সুপারিশ করলেন। মন্ত্রী সব শুনে বললেন, সামান্য একটা মন্দির ভাঙার জন্য কেন এত হইচই করছেন। টাকা নিয়ে যান। নতুন করে একটা বানিয়ে দিন।
পূর্ববর্তী:
« সোনালি চুলের গাধা
« সোনালি চুলের গাধা
পরবর্তী:
সৌন্দর্য চেতনা »
সৌন্দর্য চেতনা »
Leave a Reply