জামিন: বাংলাদেশের আইনের একটি রহস্যময় শব্দ, যা বড় দুর্নীতিবাজদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কিন্তু পাতি দুর্নীতিবাজদের জন্য প্রযোজ্য নয়।
গ্রেপ্তার অভিযান/দুর্নীতি অভিযান: এক ধরনের চমৎকার চোর-পুলিশ খেলা, যা খেলা হয় শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য। শেষমেশ যেখানে চোর বা পুলিশ কেউই লাভবান বা ক্ষতিগ্রস্ত হয় না।
বিদেশে চিকিৎসা: নেতা-নেত্রীরা যে কারণে দেশের চিকিৎসাব্যবস্থা কখনোই উন্নত করতে আগ্রহী হন না। উন্নতই যদি করা হয়, তাহলে তো মাঝেমধ্যে চিকিৎসার খাতিরে সপরিবারে বিদেশ ভ্রমণগুলো মাঠে মারা যাবে।
ভিআইপি বন্দী: ‘আইনের চোখে সবাই সমান’−বাক্যটির সত্যতা কতটুকু তা যাচাইয়ের একটি নিয়ামক।
জরুরি অবস্থা:এক ধরনের রাজনৈতিক চমক; যেখানে প্রথমে যারা আশাবাদী হয়, পরে তাদের হতাশ হতে হয় এবং প্রথমে যারা সন্ত্রস্ত থাকে, তারাই শেষে বিজয়োল্লাস করে।
যুদ্ধাপরাধী: জাতির যে দুর্গন্ধময় অংশটুকুর অস্তিত্ব সাধারণ মানুষই উপলদ্ধি করে, কিন্তু সরকারের কাছে বরাবরই অদৃশ্য এবং যাদের বিচার প্রক্রিয়া এমন এক সময় আরম্ভ করার চিন্তাভাবনা চলছে, যখন তাদের শুধু মরণোত্তর সাজা দেওয়াই সম্ভব হবে।
উচ্ছেদ অভিযান: যে অভিযানকর্মে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠী তাদের বাসস্থান ও উপার্জনের উপায় দুটিই হারায়।
আইনজীবী: জামিন পেতে হলে যাদেরকে ধরতে হয়।
সুষ্ঠু নির্বাচন: যে রাজনৈতিক কাজে ‘সবার অংশগ্রহণ’ বলতে সব নেতা-নেত্রীর অংশগ্রহণ বোঝায়; যেখানে দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী প্রভৃতি পদবি প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
ট্রুথ কমিশন: সত্য ও দুর্নীতির মধ্যেও যে একটি চমৎকার সম্পর্ক আছে, তা জানা যায় যার মাধ্যমে।
পরিবারতন্ত্র: গণতন্ত্রের রাজতন্ত্রী রূপ।
রাজনীতি: রাজাদের নীতি। আর রাজারা একটু খেয়ালি হন, তা কে না জানে। তাঁদের রীতিনীতি সাধারণের বোধগম্য না হওয়াই স্বাভাবিক।
সংস্কারপন্থী: দলীয় প্রধানের অনুপস্থিতিতে বিরাজমান ওই দলের একটি প্রগতিশীল শ্রেণী।
রাজনৈতিক জোট: ভিন্ন আদর্শ আর অভিন্ন উদ্দেশ্য-সংবলিত কিছু রাজনৈতিক দলের ঐক্য।
দ্রব্যমূল্য: যে শব্দটির স্থিতিশীলতা বা নিম্নগতি বলতে কিছু নেই।
লোডশেডিং: জ্যোৎস্নাবিলাসী জাতির অতি প্রিয় বিষয়।
মাসুদুল হক
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৫, ২০০৮
Leave a Reply