ঈদ আসছে। কাজেই ঈদের শপিংও শুরু হয়ে গেছে। তো, এক লোক গেছে এক দোকানে−
−একটা রুমাল দিন।
−রুমাল?
−হ্যাঁ, কেন রুমাল নেই?
−থাকবে না কেন, কিন্তু তাই বলে শুধু রুমাল? কী বলছেন আপনি? আমাদের কাছে শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, জুতা, মোজা, পায়জামা-পাঞ্জাবি। ঈদে যা যা লাগে সবই আছে লেটেস্ট ডিজাইনের ঈদ স্পেশাল। আর আপনি চাইছেন শুধু রুমাল?
−হ্যাঁ, আগে একটা রুমালই দিন।
দোকানদার বিরস মুখে একটা রুমাল দিল। বউনির সময় শুধু একটা রুমাল! সে হতাশ। ক্রেতা রুমালটা নিয়ে তার মুখ বাঁধল। যেমন করে ডাকাতেরা মুখ বাঁধে। তারপর পকেট থেকে একটা পিস্তল বের করল!
−এবার দিন।
−মা-মানে? দোকানদার এবার ভীত।
−মানে একটু আগে যা যা দিতে চেয়েছিলেন সব দিন। শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, জুতা, মোজা, পায়জামা-পাঞ্জাবি ঈদে যা যা লাগে সবই লেটেস্ট ডিজাইনের। ঈদ স্পেশাল বলে কথা!
−জি জি। (দোকানদার ততক্ষণে বুঝে গেছে ইনি কোন ধরনের শপিং করতে এসেছেন!)
এটা অবশ্য একটা অতিরঞ্জিত গল্প! এবার আসা যাক বাস্তবে। এবারও একটা লোক এল। এটা আরেক দোকান।
−দুইটা রুমাল দিন।
−রুমাল?
−হ্যাঁ, কেন, নেই রুমাল?
−থাকবে না কেন, কিন্তু তাই বলে শুধু রুমাল? কী বলছেন আপনি? আমাদের কাছে শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, জুতা, মোজা, পায়জামা-পাঞ্জাবিঃঃঃঈদে যা যা লাগে সবই আছে লেটেস্ট ডিজাইনের।
ঈদ স্পেশাল আর আপনি চাইছেন শুধু দুইটা রুমাল?
−হ্যাঁ। দুইটা রুমাল?
দোকানদার বিরস মুখে দিল। দুই রুমালের দাম মিটিয়ে লোকটা চলে যাচ্ছে। তখন দোকানদারের কৌতূহল হলো।
−ভাই, কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করতে পারি?
−পারেন।
−ঈদের শপিংয়ে এসে শুধু দুটো রুমাল কিনলেন মাত্র?
−ভাই রে, ঈদে বেতন-বোনাস কিছু পাইনি, এখনো পাওয়ার সম্ভাবনাও দেখছি না। অফিসে গ্যাঞ্জাম চলছে। তাই দুটো রুমাল কিনলাম বাচ্চাদের জন্য।
−আপনি কি মনে করেন বাচ্চারা শুধু রুমালে শান্ত হবে? রুমাল দিয়ে কী করবে তারা?
−তাদের চোখ বাঁধব। যেন ঈদের চাঁদ দেখতে না পায়।
আসলে এটাও অতিরঞ্জিত গল্প, বরং প্রকৃত বাস্তবে ফিরে আসি। আমার এক বন্ধু আছে। বিরাট পয়সাওয়ালা সে। ঈদ শপিং কখনো দেশে করে না, বিদেশে করে। এবারও সে যাচ্ছে।
−দোস, তোর কিছু লাগবে? শপিংয়ে বাইরে যাচ্ছি।
−কেন, দেশে শপিং করা যায় না? দেশে দোকানপাট নেই?
−আছে, তবে বুঝলি না−বিদেশে ঈদ শপিং মানে বেড়ানো, শপিং দুটোই−রথ দেখা আর কলা বেচা একসঙ্গে।
−কিন্তু জানিস তো পৃথিবী-বিখ্যাত এক পর্যটক বলেছেন, ‘যারা ভ্রমণে গিয়ে কেনাকাটা করে, তারা আসলে অন্ধ।’
−বন্ধু এবার গলা নামিয়ে ফিসফিস করে বলে, ‘দোস, আমি সত্যি অন্ধ। চোখে ছানি পড়েছে, অপারেশন করাতে যাচ্ছি!!’
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৫, ২০০৮
Leave a Reply