সুমন নিউমার্কেট থেকে পাঞ্জাবির কাপড় কিনে এলাকার এক দর্জির দোকানে এল। দর্জিকে কাপড় দিয়ে বলল, ‘ঈদের আগে দিতে পারবেন?’
‘তা পারব, তবে কাপড় আরও বেশি লাগবে।’
সুমন সেই দোকান থেকে কাপড় ফেরত নিয়ে এলাকার অন্য দর্জির কাছে দিল, ডেলিভারি নেওয়ার সময় সে দেখল, ছোট একটা ছেলে তারই মতো পাঞ্জাবি পরে দর্জির টেবিলের ওপর বসা।
সুমনকে তাকিয়ে থাকতে দেখে দর্জি বলল, ‘আমার ছেলে। আপনার পাঞ্জাবি বানানোর পর কাপড় কিছুটা বেঁচে গিয়েছিল, তা দিয়ে ওর জন্য একটা পাঞ্জাবি বানালাম।’
সুমন তার পাঞ্জাবি হাতে নিয়ে আগের দোকানটায় এল।
‘কী ভাই, আপনি তো বলেছিলেন আরও কাপড় লাগবে। আর দেখেন আপনার পাশের দোকানদার এই কাপড়ে পাঞ্জাবি তো বানিয়েছেই, তার ছেলের জন্যও বানিয়েছে।’ দর্জি তার হাতের কাজ রেখে বলল, ‘ওর ছেলের বয়স পাঁচ বছর।
আর আমার ছেলের ১৮, কাপড় তো বেশি লাগবেই।’
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৫, ২০০৮
Leave a Reply