চার ঘণ্টার পরীক্ষা। তিন ঘণ্টা প্রায় শেষ। পাশে বসা মেয়েটির দিকে আমি বারবার তাকাচ্ছি। ম্যাডাম সেটি দেখে বললেন, ‘তুমি ওর খাতা দেখছ কেন?’ আমি বললাম, ‘ম্যাডাম, খাতা না, আমি ওকেই দেখছি।’ ম্যাডাম মেয়েটিকে উঠিয়ে একটি ছেলেকে বসালেন। ছেলেটি বিপুল বিক্রমে লিখছে। আমি ছেলেটির খাতার দিকে নজর দিলাম। এবার ম্যাডাম বললেন, ‘এই, তুমি ওর দিকে তাকাচ্ছ কেন?’ একটু হেসে জবাব দিলাম, ‘ম্যাডাম, ভাববেন না যে আমি ছেলেটিকে দেখছি, আমি দেখছি তার খাতা।’
বলা বাহুল্য, ম্যাডাম এরপর আমাকে অন্য সিটে বদলি করে দিলেন।
সূত্রঃ প্রথম আলো, সেপ্টেম্বর ০১, ২০০৮
Leave a Reply