স্বামী-স্ত্রীতে বনিবনা হচ্ছিল না। শেষে বিশ্বাসহন্তা স্বামীকে রেগে তালাক দিয়ে দিল স্ত্রী। এরপরও রাগ কমে না। একদিন ভদ্রমহিলা পথের পাশে একটা পুরোন অথচ সুন্দর প্রদীপ পেয়ে হাতে নিল। ঘষা দিতেই বিশাল এক দানব বেরিয়ে এল- “মালকিন, আমি প্রদীপের দানব। আমি আপনার তিনটা ইচ্ছা পূরণ করব। আর আপনি যা চাইবেন, আপনি যাকে দেখতে পারেন না; সে তার দ্বিগুণ পাবে।”
মহিলা তো বিমূঢ়। শেষে বলল, “ঠিক আছে, আমাকে ধনী বানিয়ে দিন।” সঙ্গে সঙ্গে মহিলা ধনী হয়ে গেল। তার স্বামী হয়ে গেল দ্বিগুণ ধনী। মহিলা এবার দ্বিতীয় ইচ্ছার কথা জানাল- “আমাকে সুন্দর বানিয়ে দিন।” ইচ্ছামত মহিলা সুন্দরী এবং তার স্বামী দ্বিগুণ সুপুরুষ হয়ে উঠল। দানব বলল, “ঠিক আছে, এবার আপনার শেষ ইচ্ছাটার কথা বলুন।”
-“আমাকে ভয় দেখিয়ে আধমরা করে দিন।”
পূর্ববর্তী:
« তিনজন চড়ার অনুমতি নেই
« তিনজন চড়ার অনুমতি নেই
পরবর্তী:
তিনটা টিকিট কেন »
তিনটা টিকিট কেন »
Leave a Reply