এক ভদ্রলোক বিদেশ যাবেন তিন বছরের জন্য । সমস্যা দেখা দিয়েছে তার ছেলেকে নিয়ে। কারণ যে কারণে তিনি বিদেশ যাবেন তাতে স্ত্রী নিয়ে যাওয়া যাবে কিন্তু ছেলেকে নয়। অবশেষে স্ত্রী পরামর্শ দিলেন, ছেলেকে কোন আবাসিক স্কুলে ভর্তি করে তিন বছরের দেনা পাওনা চুকিয়ে দিতে।
ভদ্রলোক করলেনও তাই। ছেলেকে ক্লাস ফোর এ ভর্তি করে দিলেন। তারপর মনের আনন্দে বিদেশ চলে গেলেন।
তিন বছর পর তিনি ফিরে এলেন। এসেই গেলেন স্কুলে। প্রথমে গেলেন ক্লাস সেভেন এ। পেলেন না। ভাবলেন ছেলে হয়তো এক বছর ফেল করেছে। গেলেন সিক্সে, পেলেন না। তারপর গেলেন ফাইভে। পেলেন না। ছেলে হাওয়া। কি অবাক ব্যাপার।
তিনি গেলেন প্রধান শিক্ষকের কাছে। তারপর বললেন, আমার ছেলে কোথায়?
ও আপনার ছেলে, আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী একবার ফেল করলে এক ক্লাস নিচে নামিয়ে দেয়া হয়। আপনি বরং ক্লাস ওয়ানে খোঁজ নেন।
ভদ্রলোক বাসায় ফিরলেন এবং স্ত্রী কে বললেন, স্ত্রী রেডি থেকো। তোমার ছেলে যেভাবে ব্যাক গিয়ার দিচ্ছে তাতে যে কোন সময় তোমার পেটে ঢুকে যাবে।
পূর্ববর্তী:
« ব্যাংকের হিসাবরক্ষক
« ব্যাংকের হিসাবরক্ষক
পরবর্তী:
ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না »
ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না »
Leave a Reply