একবার এক অন্ধ সিদ্ধান্ত নিল সে টেক্সাস যাবে। ফ্লাইট অ্যাটেনডেন্টদের একজন তাকে হাত ধরে বিমানের সিটে বসিয়ে দিল।
বসেই সে বলল, “বাহ! কত বড় সিট!”
পাশের সিটের যাত্রী বলল, “টেক্সাসে সবকিছুই বড়।”
ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে নামবার পর তার তৃষ্ণা লাগল। রেস্তরাঁয় খাবারের অর্ডার দিল। ধরে বুঝল যে বার্গারটি বিশাল বড় আর পানীয় মগটি তার ধারণার চেয়েও অনেক বড়।
বিস্মিত স্বরে সে বলল, “কী বিরাট বার্গার আর মগ!”
পাশের একজন বলল, “টেক্সাসে সবকিছুই বড়।”
কিছুক্ষণ পর তার টয়লেটে যাবার প্রয়োজন পড়ল। একজনকে জিজ্ঞাসা করলে সে বলল, “বাঁদিকের দ্বিতীয় দরজা।” লাঠি ঠুকে ঠুকে সে দরজার সন্ধানে বের হয়। কিন্তু দরজাটি ভুলে পেরিয়ে সে তৃতীয় দরজায় উপস্থিত হয়। তৃতীয় দরজার পরই সুইমিং পুল। সেখানে পড়ে গিয়েই সে চেঁচিয়ে উঠল, “ফ্ল্যাশ করবেন না, ফ্ল্যাশ করবেন না।”
পূর্ববর্তী:
« সবকিছু তৈরিই আছে
« সবকিছু তৈরিই আছে
পরবর্তী:
সবকিছুর জন্য টাকা »
সবকিছুর জন্য টাকা »
Leave a Reply