রসায়ন এর ব্যবহারিক ক্লাস চলছে —
শিক্ষকঃ আমি এই দ্রবণ প্রস্তুত করেছি এবং এই পাত্রে আমি আমার সোনার আংটিটা ডুবিয়ে দিলাম।
এখন বল তো আংটিটা দ্রবণে গলবে, নাকি গলে যাবে না?
ছাত্রঃ গলবে না স্যার?
শিক্ষকঃ গুড! ভেরি গুড! আচ্ছা বলতো কেন গলবে না?
ছাত্রঃ স্যার আপনি জ্ঞানী লোক, এই দ্রবণে যদি সোনার আংটি গলে যেত, তবে আপনি নিশ্চয় জেনেশুনে এই পাত্রে আপনার সোনার আংটিটি ডুবাতেন না।
পূর্ববর্তী:
« দ্য স্টেলা অ্যাওয়ার্ড
« দ্য স্টেলা অ্যাওয়ার্ড
পরবর্তী:
দ্রুত »
দ্রুত »
Leave a Reply