মোগলাই পরোটা
উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)।
প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। পেঁয়াজপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ ও পিয়াজ কুচি লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার পিঁড়িতে তেল মেখে পরোটার ডো নিয়ে হাত দিয়ে টেনে টেনে রুটি বেলতে হবে। রুটির ওপর ডিমের প্রলেপ দিয়ে ধনেপাতার মিশ্রণ ছিটিয়ে দিতে হবে। এবার চার ভাঁজ করে ডুবোতেলে ভেজে সালাদ দিয়ে পরিবেশন। ইচ্ছা করলে পরোটায় ডিমের বদলে মাংসের কিমাও ব্যবহার করা যাবে।
কল্পনা রহমান
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৬, ২০১০
shuborna akter
ami porota ta basai try koresi but vitorta puroe kasa roa gase.
Bangla Recipe
হয়তো আপনি বেশী আঁচে ভাজতে গিয়ে উপরটা আগেই পুড়িয়ে ফেলেছেন বলে তাড়াতাড়ি নামিয়ে ফেলেছেন। চুলার আঁচ কমিয়ে দিয়ে একটু বেশী সময় নিয়ে ভেজে দেখতে পারেন।
suman
what is lachi ?