চাইনিজ ব্রাউন সস
মাখন বা তেল | ১ টে. চা. | পানি | ১ কাপ |
এ্যারারুট | ২ টে. চা. | সয়াসস | ১ ১/২ টে. চা. |
চিনি | ১ টে. চা. | ||
১। মাখন গরম করে এ্যারারুট মিশাও। চিনি, পানি ও সয়াসস দিয়ে মিশিয়ে চুলায় দাও। ফুটে ঘন হয়ে উঠলে নামাও। ডিম চিংড়ি ফুঃ উঃ এর সাথে পরিবেশন কর।
Leave a Reply