আপেল ডেকোরেশন
উপকরণ: ৪টি আপেল, আলু ৪টি, কার্ভিং নাইফ, টুথপিক- ২০টি।
যেভাবে তৈরি করবেনঃ প্রথমে ১টি আপেল ৫ টুকরো করে কেটে নিন। এবার সিলকায় সাইডে কার্ভিং নাইফ দিয়ে পাতার শির কাটুন। একটি ছোট আলু নিন আপেলের তৈরি পাপড়িগুলো আলুতে টুথপিকের সাহায্যে গাঁথুন। যেকোনো খাবারের ডিসের সাইডে আপেলের ফুল ডেকোরেশন করুন।
আফরোজা জামান
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ১৬, ২০১০
Leave a Reply