প্রণ টেম্পুরা
চিংড়ি | ৪০টি | ডিম | ৩টি |
পেঁয়াজ, মিহিকুচি | ৩টি | ময়দা | ১কাপ |
কাঁচামরিচ, মিহিকুচি | ৪টি | পানি | ১/২ কাপ |
লবণ | ২চা চা | শাকপাতা | ৫০টি |
বেকিং পাউডার | ১/৪ কাপ | তেল, ভাজার জন্য | |
লেবুর রস | ৪টে.চা |
১। চিংড়ির লেজ রেখে খোসা ছাড়াও। মাথা কেটে ফেল। চিংড়ির পেটের দিক ছুরি দিয়ে লম্বায় চিড়ে থালায় বিছিয়ে ছুরি দিয়ে হালকাভাবে কেঁচা কেঁচা কর।
২। চিংড়ি প্লেটে সাজিয়ে ৩টে.চামচ লেবুর রস দিয়ে ১০মিনিট ভিজিয়ে রাখ।
৩। ডিম অল্প ফেটে তার সাথে পেঁয়াজ, মরিচ, লবণ, ব্রেকিং পাউডার, ১টে.চামচ লেবুর রস ও পানি মিশিয়ে পরে ময়দা দিয়ে মিশাও।
৪। একটি পাতার উপর একটি চিংড়ি বিছিয়ে ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভাজ। পাতার উপর বিছাবার সময় চিংড়ির লেজ পাতার বাইরে রাখবে। টেম্পুরার জন্য পালংশাক, ডাটাপাতা, কুমড়াপাতা ইত্যাদি শাকপাতা নেয়া যায়।
tanaya dutta
disgusting
Tanaya Dutta
disgusting.