বাইন মাছের ব্যঞ্জন
বাইন মাছ, বড় | ১টি | হলুদ বাটা | ১চা চা |
সয়াবিন তেল | ১/২ কাপ | মরিচ, বাটা | ১চা চা |
পেঁয়াজ, স্লাইস | ২টে.চা | জিরা, বাটা | ২চা চা |
মেথি | ১/২ চা চা | ধনে, বাটা | ২চা চা |
আদা, বাটা | ১/২ চা চা | গোলমরিচ, বাটা | ১/৪ চা চা |
রসুন, বাটা | ১চা চা | তেজপাতা | ১টি |
পেঁয়াজ, বাটা | ২টে.চা | লবণ | ১চা চা |
১। বাইন মাছ ২সে.মি লম্বা টুকরা কর।
২। তেলে মেথির ফোঁড়ন দিয়ে স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভাজ। সামান্য বাদামি হলে সব বাটা মসলা, তেজপাতা, ১ কাপ পানি দাও। মসলা কষাও। পানি শুকিয়ে তেল বের হলে নেড়ে নেড়ে কষাবে। মসলা হাঁড়িতে লেগে লেগে উঠলে অল্প অল্প পানি দিয়ে আরও ২মিনিট কষাও।
৩। মাছ দিয়ে নেড়ে নেড়ে ২-৩ মিনিট কষাও। ২ কাপ পানি দাও, লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রাখ। পানি শুকিয়ে তেলের উপর উঠলে লবণ দেখে নামাও। যে কোন ছোট বা বড় মাছ মেথি দিয়ে এভাবে রান্না করা যায়।
Leave a Reply