চিকেন টেক্কা
এলাচ | ৪টি | আদা, বাটা | ২চা চা |
দারচিনি, ২সে.মি | ৪টুকরা | পেপে, বাটা | ২টে.চা |
লবঙ্গ | ৪টি | লবন | ২চা চা |
কাবাব চিনি | ৬টি | চিনি | ২চা চা |
জয়ফল | ১/২ চা চা | দই | ১কাপ |
জয়ত্রী | ১/৪ চা চা | হলুদ রং | সামান্য |
মোরগ, মাঝারি | ২টি | সরিষার তেল | ১/৪ কাপ |
১। এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাবচিনি, জয়ফল ও জয়ত্রী গরম তাওয়ায় অল্প টেলে গুঁড়া কর। মিহি চালনিতে চেলে নাও।
২। মোরগ চার টুকরা কর। মাংস গুড়াঁ মলসা ও অন্যান্য সব উপকরণ একসঙ্গে মেখে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখ।
৩। কাঠ কয়লার আগুন তৈরি কর।
৪। একটি শিকে দুটুকরা মাংস গাঁথ। কাঠ কয়লার আগুনে ২০-২৫ মিনিট অথবা মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত ঝলসে নাও।
৫। সিরকা বা দই মাখানো টমেটো, শসা, পেঁয়াজের সালাদ অথবা পিকেলস্ এর সঙ্গে গরম টেক্কা পরিবেশন কর।
Arindam-Abir Das
nice
Moazzem Hossain Riyadh
Chicken tekka na chodna, it should be chicken tikka.