আনারস মোরগ
মোরগ,মাঝারি | ১ টি | দারচিনি.২ সে. মি | ২ টুকরা |
পেঁয়াজ বাটা | ১/৩ কাপ | এলাচ | ৩ টি |
আদা,বাটা | ২ চা. চা. | তেজপাতা | ১ টি |
হলুদ,বাটা | ১ চা. চা. | লবণ | ১ চা. চা. |
মরিচ,বাটা | ২ চা. চা. | চিনি | ২ চা. চা. |
ধনে বাটা | ২ চা. চা. | সয়াবিন তেল | ১/৩ কাপ |
আনারস,কুরানো | ১/২ কাপ |
১। মোরগের মাংস টুকরা করে নাও।
২। আনারস বাদে সব উপকরণ একসাথে মাখিয়ে আধা কাপ পানি দিয়ে চুলায় দাও। পানি শুকিয়ে মোরগ আধা সিদ্ধ হলে ভাজ। মোরগ সিদ্ধ না হলে আর ও ফুটানো পানি দিয়ে সিদ্ধ করবে।
৩। মোরগ ভাল করে কষাণ হয়ে গেলে আনারস দিয়ে নেড়ে দাও। ঢাকনা দিয়ে অল্প আঁচে রাখ। পানি সম্পুর্ন শুকিয়ে তেলের উপর উঠলে নামাও।
Leave a Reply