শাহী রেজালা
মাংস | ১০ কেজি | চিনি | ১/৪ কাপ |
দই | ১ কেজি | পোস্তের দানা, বাটা | ১/২ কাপ |
ঘি | ১/৪ কেজি | কিসমিস | ১/২ কাপ |
পেঁয়াজ | ১/২ কেজি | কেওড়া | ১/২ কাপ |
হলুদ,বাটা | ৩ টে. চা. | কাঁচামরিচ | ৪০ টি |
এলাচ | ৩০ টি | দুধ | ৪ কাপ |
দারচিনি.২সে.মি. | ২০ টুকরা | আলুবোখারা | ১/২ কাপ |
লবঙ্গ | ৮ টি | দুধের সর | ১/২ কেজি |
আদা,বাটা | ৩/৪ কাপ | গোলাপ জল | ১/২ কাপ |
রসুন,বাটা | ১/২ কাপ | জাফরান | ১/৪ চা. চা. |
১। মাংস দই দিয়ে মাখিয়ে রাখ। পেঁয়াজ দু’টুকরা কর। গোলাপজলে জাফরান ভিজাও।
২। ঘিয়ে পেঁয়াজ অল্প ভাজ। হলুদ এবং গরম মসলা দিয়ে ভাজ। আদা এবং রসুন দিয়ে ভাজ। মাংস ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না কর।
৩। মাংস সিদ্ধ হয়ে ঘি উপরে উঠলে পোস্তেরদানা,কিসমিস,কেওড়া,গোলাপজল জাফরান,কাঁচামরিচ ও চিনি দিয়ে ২-৩ মিনিট নাড়তে থাক। দুধ দিয়ে একঘন্টা দমে রাখ।
Leave a Reply