রসকদম্ব
মাওয়া | ১কাপ | চমচম,ছোট | ৫টা |
ছানা | ২কাপ | চিনির দানা | ১কাপ |
চিনি | ১১/২ কাপ | ||
১। মোটা চালনিতে মাওয়া চেলে নাও। ছানা সামান্য মথ।
২। কড়াইয়ে মাওয়া, ছানা ও চিনি একসঙ্গে নিয়ে চুলায় দাও। ঘন ঘন নাড়। চুলার আঁচ কম রেখে ঘন ঘন নাড়বে। আঠালো হলে নামিয়ে বড় থালায় ছড়িয়ে রাখ। ছানা ঠান্ডা হলে ৩০ ভাগ কর। একটা চমচম ৬ টুকরা কর।
৩। প্রত্যেক ভাগ ছানার ভিতর এক টুকরা চমচম দিয়ে গোল কর। হাতের তালুতে সামান্য সিরা নিয়ে রসনদম্বে মাখাও। রসকদম্ভ চিনির দানায় গড়িয়ে চিনির দানা দিয়ে সবটা ঢেকে দাও।
Leave a Reply