ফিরনী
দুধ | ৪কাপ | চিনি | ৩/৪ – ১ কাপ |
পোলাওর চাল | ১/৪ কাপ | ৪গোলাপ জল | ১টে.চা |
১। সেমাই ২.৫ সে.মি লম্বা টুকরা কর।
২। দুধ ফুটাও। সেমাই দিয়ে নাড়। ২-৩ মিনিট সেমাই সিদ্ধ হলে জ্বাল কমিয়ে দাও। অল্প অল্প করে চিনি দিয়ে নাড়তে থাক। সব চিনি দেয়া শেষ হলে আরও ৪-৫ মিনিট মৃদু আঁচে রেখে নাড়। নামিয়ে গোলাপজল দাও।
৩। পরিবেশনের বাটিতে দুধ সেমাই ঢাল। পেস্তাবাদাম কুচি ছিটিয়ে দিয়ে ৪-৫ ঘন্টা পরে পরিবেশন কর। পরিবেশনের আগে সেমাই ৫-৬ ঘন্টা রেফ্রিজারেটরে রাখলে ভাল হয়।
Leave a Reply