তেঁতুলের চাটনি
তেঁতুল | ১/২ কাপ | চিনি বা | ১/২ কাপ |
আদা, বাটা | ১/২ চা চা | গুড় | ১/২ কাপ |
রসুন, কুচি | ১চা চা | তেল | ২টে.চা |
লবণ | ১/২ চা চা | কাঁচামরিচ, কুচি | ৪টি |
১। তেতুঁল পরিষ্কার করে ৫-১০ মিনিট ডুবো পানিতে ভিজিয়ে রাখ। মোটা চালনিতে ছেনে ঘন মাড় এক কাপ মেপে নাও।
২। আদা, রসুন, চিনি, লবণ ও তেল এবং তেতুঁল মিশিয়ে চুলায় দাও। কয়েকবার ফুটে উঠলে নামিয়ে কাঁচামরিচ কুচি দাও। চাটনি ঘন বা পাতলা করার জন্য তেঁতুলের প্রয়োজন মতো পানি দিবে।
৩। ডালপুরী, সিঙ্গারার সাথে পরিবেশন কর।
Leave a Reply