নারিকেলের ছাপ সন্দেশ
নারিকেল, বাটা | ২ | ঘি | ১টে.চা |
গুঁড়া, চিনি | ১কাপ | এলাচ | ৪টি |
গুঁড়া দুধ | ৪টে.চা | ||
১। এলাচের দানা বের করে ছেঁচে নাও।
২। হাঁড়িতে সব উপকরণ একসাথে নিয়ে কাঠের চামচ দিয়ে ভালভাবে মিশাও। মাঝারি আঁচে উনুনে দিয়ে নাড়তে থাক। ৮-১০ মিনিট পরে আঁচ আরও কমিয়ে দাও। দলা বেঁধে উঠলে এবং আঠালো ভাব হলে নামাও।
৩। একটি ট্রেতে বা থালায় ছড়িয়ে দাও। ৩-৪ মিনিট পরে সামান্য ঠান্ডা হলে নারিকেলের হালুয়া একসাথে গুটিয়ে নাও। পিঠার ছাঁচে এক টেবিল চামচ নিয়ে চেপে নক্সা কর। ছাপ সন্দেশ ট্রেতে সাজিয়ে রাখ। ২০-২৪ ঘন্টা পরে ছাপ সন্দেশ ঠিকমতো জমবে।
Leave a Reply