মিনি পুডিং
উপকরণ: ডিম ৫টা, গুঁড়া দুধ ২ কাপ, চিনি ১ কাপ, পানি ৩ কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, হলুদ রং সামান্য।
প্রণালী: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। পুডিং জমানোর জন্য ছোট ছোট ছাঁচে ক্যারামেল করে নিন। এরপর ঠান্ডা করে তাতে ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে ভাপে পুডিং জমিয়ে নিন। চুলায় হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে পুডিংয়ের পাত্র রেখে ভাপ দিতে পারেন। এক ঘণ্টা লাগবে বড় পাত্রে, ছোট পাত্রে ৩০-৪০ মিনিট। ফ্রিজে ঠান্ডা করে নিয়ে সার্ভিং ডিশে উল্টে নিতে হবে। সাজিয়ে পরিবেশন করুন। যেকোনো দাওয়াতে এই পুডিং অতিথির মন জয় করবে।
নাসরিন আলম
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৯, ২০১১
Palash Devnath
Palash Memory Kuchkuchai?
ঈশারা
অভেন এ এই পুডিং িকভাবেব বানাবো?
syeda ummey farhana
পুডিং এর ছোট ছাঁচ কোথায় পাওয়া যায়? ছোট ছোট ছাঁচ কি আলাদা পাওয়া যায়? ছাঁচ না পেলে মিনি পুডিং কিভাবে বানাতে পারবো? দয়া করে জানাবেন।
Max Moon
amer ammuo gasher chular vap dei but pani dhukey zai.ai karon ta ki aktu bolben plzz?