অরেঞ্জ জেলী
উপকরণ : পানি ১ কাপ, চিনি পৌনে এক কাপ, আগারাগার ১ চা চামচ, অরেঞ্জ কালার ১ মিটি, অরেঞ্জ ফ্লেভার ১ চা চামচ, ন্যাচারাল অরেঞ্জ জুস ১ কাপ।
যেভাবে তৈরি করবেন : সমস্ত উপকরণ একসাথে চুলায় জ্বাল দিন, হাতে আঠা আঠা ভাব মনে হলে নামিয়ে কোন গ্লাসে বা বৈয়মে জমতে দিন। ঠান্ডা হলে জমে গেলে পরিবেশন করুন।
আফরোজা জামান
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ০৫, ২০১০
Mahabubur Rohoman
আগারাগার ১ চা চামচ Ata ki? tomar matha?