টমেটো সাম্বাল
টমেটো | ২ টি | ড্রাইশ্রিম্প পেস্ট | ১/২ চা. চা |
পেঁয়াজ, মিহিকুচি | ১ টি | লবণ | ১ চা. চা. |
শুকনা মরিচ, কুচি | ১ টি | পানি | ৩ চা. চা. |
১। টমেটো ফুটানো পানিতে ৫ মিনিট রেখে খোসা ছাড়িয়ে কুচি কর। শুকনা চিংড়ি টেলে বেটে নাও। সব উপকরণ একসাথে ভাল করে মিশাও।
—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি
Leave a Reply