চাল কুমড়ার হালুয়া
উপকরণ : গাজর গ্রেট করা ২ কাপ। চাল কুমড়া ১ কাপ। নারকেল কোড়ানো ১ কাপ। ডিম ২টা, ছানা ১ কাপ, চিনি ২ কাপ, চালের গুঁড়ো ১ কাপ, এলাচ গুঁড়ো আধ চামচ, দারুচিনি গুঁড়ো আধা চা চামচ, ঘি আধা কাপ, ঘন দুধ আধা কাপ, পেস্তা বাদাম কুচি ৪ চা চামচ, কিসমিস ২ চা চামচ, ঘি ২ চা চামচ, জাফরান ১ চা চামচ।
প্রণালী : গাজর ও চাল কুমড়া সেদ্ধ করে ঘি, পেস্তা বাদাম ও কিসমিস বাদে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে ১ ঘন্টা রাখতে হবে। কড়াইয়ে ঘি গরম করে সব উপকরণ চুলায় দিয়ে নাড়তে হবে। হালুয়া কড়াইয়ে গা ছেড়ে এলে ২ টেবিল চামচ ঘি, কিসমিস, কিছুটা পেস্তা কুচি দিয়ে নামাতে হবে। ডিশে ঢেলে বাকি পেস্তা, কুচি, মাওয়া গুঁড়ো তবক দিয়ে পরিবেশন করতে হবে। চাল কুমড়ার হালুয়ায় সবুজ ফুড কালার ব্যবহার করতে পারেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ০৩, ২০০৯
Partha Nath
Very good recipe provided for us those who are residing outside W.Bengal. Hope we will get more delicious recipies in future too.
P Nath