উপকরণ: মুরগি ১টি (ছোট টুকরা), মিষ্টি দই ৪ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, ঘি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ইচ্ছামতো, মালাই ১ টেবিল চামচ।
প্রণালী: ঘি, পেঁয়াজ কুচি ও মালাই বাদে সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার চুলায় ঘি দিয়ে পেঁয়াজ লাল হওয়ার আগে মাখানো মাংস দিয়ে কষাতে হবে। দু-তিনবার কষিয়ে পানি দিতে হবে। পানি শুকিয়ে আপনার পছন্দমতো ঝোল থাকলে মালাই দিয়ে অল্প আঁচে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে।
নাজমা হূদা
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৬, ২০০৮
মাইক্রোকাতার
“মালাই” জিনিসটা ঠিক মতো বুঝি নাই। উপকরণে তো মালাই বলে কোন কিছু পেলাম না। একটু ক্লিয়ার করুন মালাই টি কি?