উপকরণ পরিমাণ: মুরগি ১টা (সোয়া কেজি), রসুন বাটা ১ চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁপে বাটা ১ চা চামচ, শুকনা মরিচ ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টকদই ২/৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালী: প্রথমে মুরগি ১ চা চামচ লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ছুরি দিয়ে কেচে নিতে হবে। এবার সব মশলা দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা রেখে ওভেনের ২৫০ ডিগ্রিতে ৩০/৪০ মিনিট বেক করতে হবে। ইচ্ছা করলে কয়লার আগুনেও আমরা ঝলসাতে পারি বাদামি না হওয়া পর্যন্ত। দুই পদ্ধতিতেই দুবার করে উল্টিয়ে দিতে হবে এবং তেল ও মসলা ব্রাশ করে লাগাতে হবে।
কল্পনা রহমান
সূত্রঃ প্রথম আলো, সেপ্টেম্বর ০৯, ২০০৮
rvd
ahara khata ki ja moja bhai amar lol portasa ami ki kori boladan ahahahahahahahahahahahah……………………
ha
lol niche falai chaten