যা যা লাগবে : টুনা ফিশ ১ টিন, কাঁচামরিচ কোয়ার্টার টেবিল চামচ (ছোট করে কাটা), আদা বাটা কোয়ার্টার টেবিল চামচ, রসুন বাটা কোয়ার্টার টেবিল চামচ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, ধনে পাতা ২ টেবিল চামচ, লেমন জুস ১ টেবিল চামচ, ডিম ফেটানো ১টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
সব উপাদান একসঙ্গে মেশান। বার্গার শেপ করে তৈরি করুন।
দ্বিতীয় পর্যায়
ননস্টিক প্যানে তেল গরম করুন। বার্গারগুলো তেলে ভাজুন গোল্ডেন ব্রাউন রঙ হওয়া পর্যন্ত। এরপর দুপাশ ভালো করে ভেজে নামিয়ে পরিবেশন করুন।
Leave a Reply