উপকরণ : সফেদা ১ কেজি, সুজি ২৫০ গ্রাম, ঘি ও চিনির রস পরিমাণমতো।
প্রণালী : সুজি বেটে তার সাথে সফেদা বেশ করে মিশিয়ে পানি গুলে ভালোভাবে ফেটাবেন। কড়াইতে ঘি দিয়ে নারকের মালা ফুটো করে তাতে মিশ্রণ ঢেলে জিলিপির আকারে গড়ান। যখন লাল হয়ে ফুলে উঠবে তখন তুলে চিনির রসে ফেলুন। খানিকণ পরেই তার মধ্যে রস ঢুকে জিলিপি তৈরি হয়ে যাবে।
babitaj parvin
your recipies is wonderful
muskan
The recipe of Jilipi i want to know what is safeda
farjana
what is safeda?
lisa chowdhury
what is the sufeda.i dont know.please .
শ্রাবণ আকাশ
সফেদা / সবেদা বাংলাদেশের একটি মিষ্টি জাতীয় ফল।