উপকরণ-১
বড় ইলিশ মাছের ডিম ২টি, পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ, কাঁচামরিচ কিমা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পোস্ত বাটা ১ টেবিল চামচ ও তেল ১ টেবিল চামচ।
প্রণালীঃ ১· ডিম ধুয়ে ওপরের পর্দা পরিষ্কার করে ভালো করে চটকে ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। ২· স্টিলের বাটিতে বা সসপ্যানে তেল লাগিয়ে ডিমের মিশ্রণ ১ ইঞ্চি পুরু করে ঢেলে ভাপে ২০ থেকে ২৫ মিনিট সেদ্ধ করতে হবে। ৩· ডিম জমে গেলে ঠান্ডা করে ছুরি দিয়ে টুকরা করতে হবে।
উপকরণ-২
ময়দা আধা কাপ, ডিম ১টি, লবণ সামান্য এবং পানি অল্প পরিমাণ।
প্রণালীঃ ১· সব উপকরণ দিয়ে গোলা করে নিতে হবে।
২· এবার ডিমের টুকরাগুলো ময়দার গোলায় ডুবিয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে।
জমানো ইলিশের ডিম ভাজা পোলাও, গরম ভাত অথবা চায়ের সঙ্গে পরিবেশন করা যায়।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২৯, ২০০৮
Suparna Banerjee
These recipes are excelent.I liked it very much.
Bappy
Barader sonar are chotoder patar barota bazanor bhalooi plan korachen!