রসুন। সে তো প্রতিদিনের পরিচিত একটি বস্তু। অনেকে আবার রসুনের গন্ধ একদম সহ্য পারে না। আবার অনেকের রসুনের রান্না তরকারী দারুন প্রিয়। যারা পছন্দ করেন না তাদের জন্য বলছি। রসুন হল মিনারালসের মিনি স্টোর হাউজ। ছোট্ট এককোয়া রসুনে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল অ্যান্টিকাঙ্গাল, এ্যান্টিসেপটিক। রসুনের অ্যান্টিঅক্সিড্যান্ট সেলেনিয়াম কোষ ধ্বংসের হাত থেকে রক্ষা করে। শরীরের নানা হরমোন নিঃসরণে সাহায্য করে রসুনের সালফার। টাইগ্লিসারইড শরীরের আটারি পরিষ্কার রেখে হৃদরোগের, শুধু কাঁচা রসুনই রান্না করা খাবারে যে রসুন দেওয়া হয় তাও শরীরের জন্য খুবই উপকারী। রসুনের রয়েছে ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক অ্যালুমিনিয়াম, কোরিন সেলেনিয়াম। রসুন অ্যান্টিকোয়াগুলেন্ট বলে রক্তকে জমাট রাধতে দেয় না। আর রসুন লিম্ফেটিফ সিস্টেমকে উদ্দীপিত রক্ত পরিষ্কার রাখে।
রসুন অনেক জটিল রোগের সমাধান দিতে পারে। রসুন ক্যানসার, হৃদরোগে প্রতিরোধে সাহায্য করে থাকে। আপনি রসুন খেয়ে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। লিভারকে রক্ষা করে রসুন। ডায়াবিটিস রোগীদের জন্য রসুন খুবই উপকারী। রসুন আপনার সৌন্দর্য চর্চায়ও যত্ন নেবে। রসুনের তেল চুল পড়া বন্ধ করে। রসুনের অ্যাকেনের জন্য খুবই উপকারী। রসুন ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তোলে। ত্বকের পিএইচ লেভেল বজায় রাখে। যাদের পেটের সমস্যা রযেছে তারা কিন্তু কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। কারণ কাঁচা রসুন অনেক সময়ই পেটের জন্য সমস্যা তৈরি করে থাকে।
Leave a Reply