উপকরণঃ পাকা আমের শাঁস দুই কাপ, গুঁড়ো দুধ দেড় কাপ, কনডেন্সড মিল্ক এক টিন, কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ, পানি দুই কাপ, কিশমিশ দুই টেবিল চামচ, ম্যাঙ্গো অ্যাসেন্স দু-তিন ফোঁটা, পেস্তাবাদাম কুচি দুই টেবিল চামচ।
প্রণালীঃ
১· গুঁড়ো দুধ ও কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে চুলায় জ্বাল দিন। ঘন হলে কনডেন্সড মিল্ক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।
২· ঠান্ডা হলে ম্যাঙ্গো অ্যাসেন্স ও আমের শাঁস দিয়ে ১৫-২০ মিনিট বিট করে কুলফির ছাঁচে ঢেলে কিশমিশ, পেস্তাবাদাম কুচি দিয়ে ফ্রিজে চার-পাঁচ ঘণ্টা জমাতে হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুন ১০, ২০০৮
Leave a Reply