এবার জ্বর হলে আমিও জাপিংগা হব
নীল পালকের নিচে আত্মাহুতি পুষব
আমি চাই তীব্র কামুক জ্বর
আমাকে দাউ দাউ ঘিরে ধরবে তরল গরম
বাতাসে ঘামের ঘুড়ি উড়বে
দলে দলে আত্মহননবৃক্ষ ফল
পৃথিবীর তাবত ফোকর
আর আকাশের অনন্ত অমা দীর্ঘ হবে
অজগর আগুন তখন আত্মদানের আহ্বান জানাবে
নিরাক পরা আসমানের নিচে তখন কি
ড্যাবড্যাবে চোখে ডাবটি চেয়ে থাকবে
আর মধ্যবয়স্ক বাবুইরা সব নিশ্চুপ হয়ে যাবে?
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৯, ২০১০
Leave a Reply