উপকরণঃ
- মাছ ২৫০ গ্রাম,
- আদা বাটা সিকি চা চামচ,
- হলুদ গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ,
- রসুন বাটা আধা চা চামচ,
- পেঁয়াজ কুচি সিকি কাপ,
- কাঁচামরিচ কুচি ৭/৮টা,
- ধনেপাতা কুচি,
- তেল,
- লবণ-পরিমাণমতো,
- কাঁচা আম ছোট একটা ফালি করে কাটা ।
প্রণালীঃ
- মাছে সব মসলা মেখে অল্প পানি দিয়ে বসিয়ে ঢেকে দিতে হবে।
- মাছ তেলের ওপর উঠলে নামিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে দিতে হবে।
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
Leave a Reply