উপকরণঃ
- মসুর ডাল ১ কাপ,
- বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি সিকি কাপ,
- বেরেস্তার জন্য রসুন কুচি ১ টেবিল চামচ (উঁচু),
- আস্ত রসুন কুচি ৮/১০ কোয়া,
- জিরা বাটা ১ চা চামচ,
- কাঁচামরিচ ফালি ৫/৬টা,
- আস্ত জিরা আধা চা চামচ,
- হলুদ গুঁড়া আধা চা চামচ,
- তেল সিকি কাপ,
- লবণ পরিমাণমতো।
প্রণালীঃ
- কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচির বেরেস্তা তৈরি করে তুলে রেখে ওই তেলে জিরা ফোঁড়ন দিয়ে ওপরের সব মসলাসহ ডাল দিতে হবে।
- ডাল দিয়ে কিছুক্ষণ বসিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রাখতে হবে।
- ডাল মাখা মাখা হবে।
- ডাল নামানোর আগে বেরেস্তা ওপরে ছড়িয়ে দিতে হবে।
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
santosh
anek dhannaybad
MOHD AZAD
DODHI KI VABE BANATE HOY.