মাছ ভাজা হলে কিংবা রসুন বেশি ব্যবহার করলে পুরো বাড়িতেই দুর্গন্ধ ছড়ায় তাই রান্না শুরুর আগে একটা বাটিতে ভিনেগার ঢেলে চুলার কাছেই রাখুন। এটি গন্ধ শুকানোর পক্ষে আদর্শ।
ভাত, ডাল, দুধ উথলে পড়ে প্রায়ই চুলা নোংরা হয়। এক্ষেত্রে চুলা পরিষ্কারের জন্য প্রথমেই চুলার ওপর লবণ ছড়িয়ে দিন। চুলা ঠাণ্ডা হলে গরম সাবান পানিতে কাপড় ভিজিয়ে জায়গাটি মুছে নিন।
রান্নাঘর আর খাবার ঘরে মাছির উপদ্রব এড়াতে নিপপাতার গোছা কয়েকটি স্থানে রেখে দিন।
ফ্রিজে প্রায়ই দুর্গন্ধ হয়। এ অবস্থায় ফ্রিজে খাবার রেখে দেওয়াটা অস্বাস্থ্যকর। ফ্রিজের খাবার ঢেকে রাখুন।
ফ্রিজে অনেক সময় অগোচরে সবজি পচে দুর্গন্ধ হয়। আর তাই এদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করা উচিত।
ফ্রিজ পরিষ্কার করার পর অনেকক্ষণ ফ্রিজের দরজা খোলা রাখুন। তারপর ফ্রিজে বেকিং সোডা রেখে ফ্রিজের দরজা বন্ধ করুন। প্রয়োজনে দুই চার দিন পরপর বেকিং সোডা পাল্টে দিন।
ফ্রিজে খুব বেশি দুর্গন্ধ হলে সাবান পানিতে ফ্রিজ পরিষ্কার করে সাদা ভিনেগার একবার কাপড়ে ভিজিয়ে ফ্রিজ আবার মুছে নিন। এরপর বেশ খানিকক্ষণ খোলা রাখুন ফ্রিজ। তারপর ফ্রিজে বেকিং সোডা রেখে ফ্রিজ বন্ধ করুন।
রান্নাঘরের সিংক কিংবা বেসিনের মুনোনা জিনিস আটকে প্রায়ই পানি জমে যায়, দুর্গন্ধ হয়। সে ক্ষেত্রে বাড়িতে ব্যবহার করা যায় এমন ব্লিচ দুই কাপ ঢেলে দিন সিংক কিংবা বেসিনের মুখে। এরপর একঘণ্টা ওভাবে রেপোনি ঢেলে দিন। দেখবেন সিংক কেমন পরিষ্কার হয়ে গেছে।
আজকাল অনেকেই গাছ দিয়ে ঘর সাজায়। আপনি আপনার রান্নাঘরের অব্যবহৃত কোন একটি কোণে রাখতে পারেন। কোন সাকুলেন্ট কিংবা বনসাই গাছ। আপনার রান্নাঘর হয়ে উঠবে অনেক স্বতন্ত্র ও নান্দনিক।
সূত্রঃ দৈনিক যুগান্তর ১১ ডিসেম্বর ২০০৭
anisa
very nice and effective ideas.
Honey Laskar
Good suggestion but the bengali script is something like JOGA KHICHURI. Difficult to read.Try to correct Thanks
Bangla Recipe
মনে হয় আপনার কম্পিউটারে বাংলা ইউনিকোডের সেটিংসটা ঠিক করা লাগবে। এখানে দেখে নিনঃ http://www.evergreenbangla.com/bangla-settings/
[একটু কষ্ট দেয়ার জন্য দুঃখিত।]
Manoshi Samanta
This site is really helpful for me as I am newly married and presently learning to cook.
Thanks
Mohammad
I like this site very much
sonali
Please update your tips.
nila
I Like this cook tips
probashi bangali
very good suggestion .. can we have more of them!!
Rohu Fanatic
These recipes look appealing, but unfortunately I can’t read Bangla…Kindly translate
poulomi
aro notun notun tips chai,plz.
Nurul
Good advise
kitchen queen
plz notun aro tips din…bangali meyeder otyonto proyojoniyo kichu tips jodi share koren to bhalo hoi..& amio kota tips share korte chai:
rannai lobon beshi hoye gele jhole eektu ata gule din..taste o barbe,jhol ghono o hobe..
torkari te jhal komate ghee/makhon use korun.
haathe peyaaj er gondho hole lebu-gorom jol diye dhuye felben..
Bangla Recipe
@kitchen queen/ ধন্যবাদ আপনাকে। নতুন আরো টিপস শীঘ্রই শেয়ার করা হবে।
Anamita Ray
rosogolla barite kibhabe banano jay jodi bolen…
bhison bhalo site,I always prefer this side.
Aro bhalo bhalo recipe share korle bhalo hoy…
Best of luck….