উপকরণঃ
- কাঁচামরিচ ৪-৫টি,
- রসুন ২-৩ কোষ,
- পুদিনা পাতা ১ আঁটি,
- ধনে পাতা ১ আঁটি,
- পেঁয়াজ কুচি আধা কাপ,
- লবণ পরিমাণমতো,
- তেঁতুল অথবা গ্রেটকরা কাঁচা আম আধা কাপ।
প্রণালীঃ
- সব উপকরণ একসঙ্গে বেটে নিয়ে বা মিস্কিতে ব্লেন্ড করে নিতে হবে, সামান্য পানি দিয়ে গুলিয়ে নেওয়া যায়।
উৎসঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৪, ২০০৭
Leave a Reply