উপকরণঃ
- আমসত্ত্ব কুচি করে ১ কাপ,
- ঘি ৪ টেবিল চামচ,
- নারিকেলের দুধ (ঘন) ১ কাপ,
- পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
- চিনি আধা কাপ,
- লবণ সিকি চা-চামচ,
- ডিম ২টা।
প্রণালীঃ
- ঘিয়ের মধ্যে পেঁয়াজ বাটা কষিয়ে তার মধ্যে নারিকেলের দুধ দিতে হবে।
- নারিকেলের দুধ ফুটে উঠলে চিনি দিতে হবে।
- চিনি গলে গেলে আমসত্ত্ব দিয়ে ঘন হলে তার মধ্যে ২টি ডিম ছেড়ে দিতে হবে।
- ডিম সিদ্ধ হয়ে গেলে লবণ দিয়ে নামিয়ে নিতে হবে।
উত্সঃ দৈনিক প্রথম আলো, জুন ১৯, ২০০৭
Leave a Reply