উপকরণঃ
- পাকা আমের ক্বাথ ২ কাপ,
- মিষ্টি দই আধা কেজি,
- চিনি ১ কাপ,
- পানি ২ কাপ,
- কাঠবাদাম বাটা আধা কাপ,
- চিনাবাদাম বাটা সিকি কাপ,
- পেস্তাবাদাম বাটা সিকি কাপ,
- বরফ কুচি ১ কাপ।
প্রণালীঃ
- বরফ কুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
উত্সঃ দৈনিক প্রথম আলো, জুন ১৯, ২০০৭
Leave a Reply