উপকরণ
- বেগুন ভাজা ৪টি,
- পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
- কুচি করে কাটা কাঁচামরিচ ৫টি,
- আচারের তেল ১ চা চামচ,
- ধনেপাতা ও লবণ পরিমাণমতো।
প্রণালী
- ভাজা বেগুনগুলো হাত দিয়ে কচলে নিন।
- পেঁয়াজ, কাঁচামরিচ, আচারের তেল ও লবণ বেগুনের সাথে মেখে ভর্তা তৈরি করে নিন।
- কুচি করে কাটা ধনেপাতা উপরে ছিটিয়ে দিন।
- বেগুন ভাজার সময় পরিমাণমতো লবণ দেওয়া থাকলে ভর্তায় লবণ নাও দিতে পারেন।
- ইচ্ছা করলে সামান্য টক আমের আচার মেশাতে পারেন। অন্যরকম স্বাদ তৈরি হবে।
Leave a Reply