উপকরণ
- কাচকি মাছ এক কাপ,
- পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
- রসুন কুচি ২ চা চামচ,
- কাঁচামরিচ ৪টি,
- ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
- লবণ পরিমাণমতো।
প্রণালী
- কাচকি মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- কাচকি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ অল্প তেলে কড়াইতে হালকাভাবে ভাজুন।
- ভাজা হলে লবণ ও ধনেপাতা দিয়ে পাটায় বেটে ভর্তা তৈরি করুন।
afri
it is a nice site.
Bangla Recipe
ধন্যবাদ। তবে সাইটের ভুল-ত্রুটিগুলোও চোখে পড়লে আমাদের ধরিয়ে দিবেন আশা করি।
shima
recipeta onk upokar koreche amr thanx for sharing very good site
Bangla Recipe
সীমা, কাচকি মাছ খাওয়া হয় না প্রায় দশ বছর। আপনার যদি উপকার হয় তো আর আপসোস থাকবে না।
santosh
Probash jibone nije ranna korte hoy ,Tai reciper jannay anek dhannabad
মুরগি
ভাই আইসব ফাউল কাজ বাদ দিয়া আকটা training school খোলেন। সবাই রে training দেন। practical আর বিকল্প নাই!!