উপকরণ
- শিম ৮-১০টি, বেগুন ১টি (মাঝারি সাইজের),
- আলু ৪টি (মাঝারি সাইজের),
- পেঁয়াজ কুচি ১ চা চামচ,
- শুকনামরিচ ৩-৪টি,
- সরিষার তেল ১ চা চামচ,
- লবণ পরিমাণমতো,
- ধনেপাতা কুচি ১ চা চামচ।
প্রণালী
- শিম এবং বেগুন একসাথে সেদ্ধ করে নিন।
- আলু আলাদা সেদ্ধ করুন।
- সেদ্ধ আলু এবং বেগুনের খোসা ফেলে শিমসহ একসাথে চটকে নিন।
- লবণ, সরিষার তেল, ধনেপাতা কুচি, শুকনামরিচ, পেঁয়াজ, চটকানো শিম, আলু ও বেগুন একসাথে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন।
Leave a Reply