উপকরণঃ
- ইলিশ মাছ ৬ টুকরা,
- সরিষা বাটা ১ টেবিল চামচ,
- পোস্তদানা বাটা ১ টেবিল চামচ,
- কাঁচামরিচ বাটা ১ চা চামচ,
- সরিষার তেল ২ টেবিল চামচ,
- লবণ পরিমাণমতো,
- হলুদ গুঁড়া সামান্য,
- আস্ত কাঁচামরিচ ৪-৫টা,
- পেঁয়াজ বাটা ১ চা চামচ।
প্রণালীঃ
- মাছের সঙ্গে অন্য সব উপকরণ মাখিয়ে ১ ঘন্টা রাখতে হবে।
- কচি কলাপাতায় অল্প তেল লাগিয়ে তার মধ্যে মাখানো মাছ মুড়ে টুথপিক দিয়ে আটকে দিতে হবে।
- এবার ভাতের মাড় ঝরিয়ে অর্ধেক ভাত হাড়ি থেকে বের করে পাতায় মোড়ানো মাছ ভাতের উপর বসিয়ে বাকি ভাত দিয়ে ঢেকে হাড়ির মুখ বন্ধ করে ১৫-২০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।
- গরম গরম পরিবেশন করতে হবে।
Leave a Reply